অবাক কাণ্ড! বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ বিজেপিরই

স্বপন মজুমদারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করলেন বিজেপি কর্মীরাই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1711498157_1694765941_swapan.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বারাসতের বিজেপি প্রার্থী হিসেবে স্বপন মজুমদারের নাম ঘোষণার পর থেকেই প্রতিবাদ দেখাচ্ছিল তৃণমূল। অসমের মাদক পাচার মামলা নিয়ে ভুল তথ্য দিয়েছে বলে দাবি করেছিল বিজেপির প্রধান বিরোধী দল। তবে এবার এই ক্ষোভ দেখা গেল বিজেপির অন্দরেও।

1636768163_swapan-sixteen_nine-_1.jpg

এবার বাররাসতের প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করলেন বিজেপি কর্মীরাই। বিজেপি কর্মীদেরই অভিযোগ, গত ভোটে হলফনামায় অসমে মাদক পাচার সংক্রান্ত মামলায় মিথ্যা তথ্য দিয়েছিলেন স্বপন মজুমদার। এমনকি নিজের শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তি নিয়েও মিথ্যা তথ্য দিয়েছিলেন বিজেপি প্রার্থী, দাবি বিজেপি কর্মীদের। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি কর্মীরা। এর আগে স্বপন মজুমদারের বিরোধিতা করে পোস্টারও পড়েছিল বিজেপির নির্বাচনী কার্যালয় ও জেলা পার্টি অফিসে। তবে এই সব কিছুকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী। 

swapan bjp.jpg

Add 1