দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বিজেপির প্রতিষ্ঠা দিবস (BJP foundation day) উপলক্ষে দাসপুর (Daspur) বিধানসভার চার নম্বর মন্ডলে ভারতীয় জনতা যুব মোর্চার (Bharatiya Janata Yuvo Morcha) পক্ষ থেকে সোনাখালি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের স্বচ্ছ অভিযানের আওতায় পরিষ্কার-পরিচ্ছন্ন করা সহ হাসপাতালে (hospital) ভর্তি রোগীদের (patient) ফল (fruit) বিতরণ করা হল। উপস্থিত ছিলেন রাজ্য কৃষাণ মোর্চার সদস্য কালিপদ সেনগুপ্ত (Kalipada Sengupta) ও যুব মোর্চার মন্ডল সভাপতি কুন্তল গোস্বামী, জেলা যুব মোর্চার সভাপতি কৃষ্ণেন্দু জানা, জেলা কমিটির সদস্য তন্ময় সিংহ, মন্ডল সভাপতি অঞ্জন জানা সহ অন্যান্য নেতৃত্ব।