নিজস্ব সংবাদদাতা: আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন পুলিশকর্তা। সত্যিই তাই হল। সন্দেশখালি পৌঁছনোর আগেই ধামাখালির রামপুরে আটকে দেওয়া হল বিজেপির ৬ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। জানিয়ে দেওয়া হয়, সন্দেশখালিতে এখন ১৪৪ ধারা। এই পরিস্থিতিতে এতজনকে সেখানে যেতে দেওয়া যাবে না।
এরপরই পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় বিজেপির প্রতিনিধিদের। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা জানান, তারা সকলে যাবেন না। যতজনের অনুমতি আছে, ততোজনই আছেন। কিন্তু তারপরও তাঁদের যেতে দেওয়া হল না। কার্যত রামপুর থেকেই ফিরতে হচ্ছে প্রতিনিধি দলকে। যা জানা যাচ্ছে, তারা সরাসরি রাজভবনে আসছেন সেখান থেকে।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)