নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ ডেবরায় শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে হারাল বিজেপি প্রার্থী রতন দে মন্ডল। সূত্রে খবর, ডেবরা পঞ্চায়েত সমিতির ১১ নং আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিবেকানন্দ মুখার্জী। আর তার অপরদিকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমান বিজেপি নেতা রতন দে মন্ডল। আর সেই নির্বাচনের লড়াইয়ে বিবেকানন্দ মুখার্জীকে হারাল রতন দে মন্ডল।