নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ দিনাজপুরে শাসকদলের ‘বাধা’ না থাকা সত্ত্বেও কেন বিরোধীরা সব আসনে প্রার্থী দিতে পারেননি, তা নিয়ে কটাক্ষ করে তৃণমূল। সোমবার সেই জেলাতেই জোর করে বিজেপি প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করানোর অভিযোগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি অভিযোগ করে যে ভয় দেখিয়ে তাদের প্রার্থীকে পঞ্চায়েত ভোটে দাঁড়াতে দিচ্ছে না তৃণমূল। শাসকদল অভিযোগ অস্বীকার করেছে।
সোমবার গঙ্গারামপুর বিডিও অফিসে বিজেপির পঞ্চায়েত স্তরের এক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, তাদের এক পঞ্চায়েত প্রার্থীকে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা বিডিও অফিসে নিয়ে যায় ও মনোনয়ন প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়। বিজেপির কর্মী-সমর্থকেরা বাধা দিলে শুরু হয় গন্ডগোল। বিডিও অফিসেই হাতাহাতি হয় দুই দলের কর্মী-সমর্থকেরা। পৌঁছায় পুলিশ বাহিনী। দীনবন্ধু সরকার নামে ৭ নম্বর বুথের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।