নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি জানা গেছে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ঘাটাল লোকসভায় লড়বেন হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়। তিনি একাধারে অভিনেতা এবং নেতাও বটে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে নিজের সমাজমাধ্যমে লিখেছেন যে, "হ্যাঁ ঠিকই দেখেছেন কিংবা বলেছেন, বাংলা নিজের মেয়েকে চায়।
এই কথাটায় কোনো ভুল নেই। যে মেয়েটা বিটেক বা এমটেক করে বুড়ো মা-বাপকে কল্যানীতে একা রেখে দিয়ে ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ বা ভুবনেশ্বরে চাকরি করছে, তাকে তার শহর ফেরত পেতে চায়। যে মেয়েটা এমবিএ করে একটা সিঙ্গেল রুম এপার্টমেন্টে একা একা হাত পুড়িয়ে খেয়ে চেন্নাইয়ের কোনো ভারীশিল্প সংস্থার এইচআর বিভাগে কাজ করছে, তাকে তার নিজের সল্ট লেকের ব্লক ফেরত পেতে চায়। যে মেয়েটা ছোট ছোট বাচ্চাদের ছেড়ে পেটের দায়ে বাসন্তীর পল্লীগ্রাম থেকে বাধ্য হয়ে দিল্লিতে কোনো তকমা লাগানো তথাকথিত অবাঙালি পরিবারে পরিচারিকার কাজ করতে গেছে, বাংলার গ্রাম সেই অসহায় মাকে ফেরত চায়। বাংলা তাকে ফেরত চায় যে বাঙ্গালী মেয়েটি রোজগারের আর কোনো উপায় না দেখতে পেয়ে মরমে মরতে মরতে আজ ভারতবর্ষের ভিন্ন কোনে ভুল পথে চালিত হয়েছে।
বিষয়টি হলো সারা শহর জুড়ে যে বিজ্ঞাপনগুলো দেখে এসেছি এবং দেখছি তার লেখাটা ঠিক কিন্তু সঙ্গের ছবিটা ভুল।
ওটা যাদের ছবি হওয়া উচিত ছিল, তাদের হাজার চেষ্টা করলেও ঘরে ফেরার যো নেই কারণ পশ্চিমবঙ্গে তাদের জন্য রোজগার নেই। এই পরিস্থিতিটাই পাল্টাতে হবে। আর যিনি পাল্টাবেন তিনি নারী না পুরুষ, তাতে আমাদের মতো সাধারণ নাগরিকদের কারো কিচ্ছু আসে যায় না। যদি যোগিজির নেতৃত্বে মাত্র চার বছরে ইউপি আজ ভারতের সব রাজ্যের মধ্যে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট ইনডেক্সে তামিলনাড়ু আর গুজরাটকে টেক্কা দিয়ে পাঁচ নম্বর থেকে সোজা দুই নম্বরে উঠে আসতে পারে, আমরা পারবো না কেন? আমরাও পারবো, আমাদের ছেলেমেয়েরাও আনন্দ করে ঘরে ফিরবে, কেবল সঠিক নেতৃত্ব বেছে নেওয়া হোক।
বাংলা সত্যিই নিজের মেয়েদের চায়। - সংগৃহীত এবং কিঞ্চিৎ সম্পাদিত।"