নিজস্ব সংবাদদাতাঃ ময়নার গোড়ামহল গ্রামে বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় গোড়ামহল গ্রামে তাঁর বাড়িতে শনিবার সকাল ১১ টা নাগাদ পৌঁছোন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি কর্মীর পরিবারের সাথে কথা বলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা। সেখানেই প্রাক্তন বিচারপতির সঙ্গে কথা বলেন নিহতের মা হেনারানী দেবী। হেনারানী দেবী বলেন স্বপন ভৌমিক সহ তার দুই ছেলে, বুদ্ধদেব এবং সহদেব নামের তৃণমূল নেতা কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। ময়নার বিধায়ক বলেন এদের সাথে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু তৃণমূলের গুন্ডার যোগ রয়েছে।
ফের প্রাক্তন বিচাপতি প্রশ্ন করেন, ওদের দিকে সন্দেহ কেন? উত্তরে হেনাদেবী বলেন, “ওরা সব সময় অত্যাচার চালাতো, বোমা ছুড়তো বাড়ি লক্ষ্য করে।”
পরিবারের সাথে সাক্ষাতের পরে প্রাক্তন বিচারপতি বলেন, বিজেপি কর্মীদের টার্গেট করা হচ্ছে,কোনো তৃণমূল কর্মী খুন হচ্ছেনা। দেশে আইনশৃঙ্খলা অবশিষ্ট রয়েছে,আদালত জানে কিভাবে পুলিশকে বাধ্য করতে হয় কাজ করতে। এই ঘটনায় গ্রেফতার করা হয়নি কাউকে কারন সবাই তৃণমূলের দুষ্কৃতী। তৃণমূলের দুষ্কৃতী মানে দুষ্কৃতি নয়। সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করতে হবে কারোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে।