সিসিটিভিতে ধরা পড়লো বেধড়ক মার!

বিজেপির প্রার্থী সহ তার সহযোগীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ভাইরাল সিসিটিভি ফুটেজ, অভিযোগ অস্বীকার তৃণমূলের।

author-image
Poulami Samanta
New Update
123

নিউজ ডেস্ক, দাঁতন: দাঁতন দু'নম্বর ব্লকের তিন নম্বর তুরকা গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে দলীয় কার্যালয়ের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আহত অবস্থায় দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ওই প্রার্থী ও তার সহযোগীকে। ঘটনায় মারধরের সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গেছে বুধবার দুপুরে বেলদা থানার সাবড়া এলাকাতে খন্ডরুই ২৬ নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত আসনের বিজেপি প্রার্থী তারাপদ মাইতি ও তার সহযোগী প্রকাশ বেরা খন্ডরুই থেকে দাঁতন ২ বিডিও অফিস ধনেশ্বরপুরে যাওয়ার পথে অভিযোগ সাবড়াতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জোরপূর্বক তার মোটরবাইক আটকে তাকে ও তার সহযোগীকে মারধর করে। ঘটনায় আহত হয় বিজেপি প্রার্থী সহ তার সহযোগী। তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে। আর এদিকে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রার্থীর দাবি তিনি যখন সাবেরা এলাকা দিয়ে মোটরবাইকে করে যাচ্ছিলেন তখন তাকে জোর করে পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করে ও তার হাতে একটি বারুদের ব্যাগ তুলে দিয়ে ছবি তোলার চেষ্টা করে তৃণমূলের কর্মীরা। মারধর করা হয় দুজনকে। দাঁতন ২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ ইফতেখার আলী জানান,  "প্রথমে বিজেপি কর্মীরা আমাদেরই পঞ্চায়েতের এক প্রার্থী ও তার বাড়িতে চড়াও হয়ে মারধর করে আর তার প্রতিবাদ জানাতে গেলে আমাদের ছেলেরা ওই বিজেপির প্রার্থী ও তার সহযোগীর উপর চড়াও হয়। আমি দুটি ঘটনার ই নিন্দা করছি। পুলিশকে উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তির দাবি করছি।"