মেয়েদের অন্তর্বাস চুরি! ভরদুপুরে সাংঘাতিক ঘটনা
রাশিয়া-ইউক্রেন আলোচনা হলে তুরস্ক যেতে পারেন, ঘোষণা করলেন ট্রাম্প
ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির মাঝেই এলো সুখবর, DRDO-র নতুন গবেষণায় মিললো সাফল্য
সপ্তম বেতন কমিশনের ডিএ বৃদ্ধির আপডেট: সুখবর আসছে!
‘সেনাদের কৃতিত্ব, বলিদানকে শ্রদ্ধা জানাই’, সেনাদের পাশে দাঁড়িয়ে বললেন প্রতিরক্ষামন্ত্রী
পাকিস্তান ভুলতে পারবে না...ঘোষণা করে দিলেন রাজনাথ সিং!
BREAKING: জোশের সঙ্গে হুঁশ- সেনাদের মাঝে বলিষ্ঠ কণ্ঠে প্রতিরক্ষা মন্ত্রী!
শুধু ড্রোন বা মিসাইল নয়, তুরস্ক নিজেদের সেনাকেও পাঠিয়েছিল পাকিস্তানে; ভারতে আক্রমণ করতে
BREAKING: "জঙ্গিদের বোন'! কর্নেল সোফিয়া কুরেশিকে আক্রমণে মন্ত্রীকে ধমক দিল সুপ্রিম কোর্ট

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ধূপের কারখানা, পরিদর্শনে বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ

আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা কারখানা।

author-image
Adrita
New Update
স

নিজস্ব সংবাদদাতা, দাসপুরঃ দাসপুরের রসিকগঞ্জে ধূপের কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।আগুন নিয়ন্ত্রণে আসলেও কারখানার ভিতরে এখনও আগুনের ফুলকি রয়েছে।যা থেকে কারখানার ভিতর ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা কারখানা। বিকেলে ভস্মীভূত ওই কারখানা পরিদর্শনে যান ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।

কারখানা ঘুরে দেখার পাশাপাশি কারখানার সামনে জড়ো হওয়া কারখানার শ্রমিক থেকে এলাকার মানুষের সাথে কথা বলেন তিনি। কারখানার মালিকপক্ষের সাথেও কথা বলেন হিরণ। কারখানা পরিদর্শনের পর সম্ভব হলে কেন্দ্রের সাথে কথা বলে যদি কিছু সহযোগিতা ক্ষতিগ্রস্ত কারখানার মালিকপক্ষকে করা যায় তা দেখবেন। কারণ এই কারখানার সাথে বহু শ্রমিকের রুজিরোজগার জড়িত এমনটাই জানান হিরণ। এরই সাথে কারখানার আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের ইঞ্জিন পর্যাপ্ত রাস্তা না থাকার কারণ ঘটনাস্থলে ঢুকতে সমস্যা হয়েছে। এই সরকার রাস্তাঘাট ঠিকঠাক করেনি এলাকায়,আর এতো বড়ো ভয়াবহ আগুন লাগার ঘটনা নিয়ে না দমকল মন্ত্রী বা মুখ্যমন্ত্রী কারও মুখে কোনো কথা নেই কেনো সেই প্রশ্নও তোলেন হিরণ।

কারখানায় আগুন লাগার ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ঘাটালের সাংসদ দেব তার প্রতিক্রিয়া ব্যক্ত করে পাশে থাকার বার্তা দেন। এবিষয়ে দেবকে একহাত নেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। 

স

স

cityaddnew

Add 1