নিজস্ব সংবাদদাতা : সনাতন ধর্ম নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝে এবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিশানা করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। কংগ্রেস নেত্রীর কাছে বিজেপির প্রশ্ন,আর কত নিচে নামবেন? কেন তিনি বিতর্কিত মন্তব্য নিয়ে চুপ সে নিয়েও প্রশ্ন তোলেন রবিশঙ্কর। তার নীরব থাকা কি মন্ব্যটিকে সমর্থনের ইঙ্গিত? সেই প্রশ্নও উঠছে। রবিশঙ্করের কথায়,"আপনি আপনার দলের সবচেয়ে বড় নেতা, আপনার কাছে সমস্ত কর্তৃত্ব রয়েছে এবং এই বিষয়ে আপনার নীরবতা জাতিকে উদ্বিগ্ন করে তোলে।" ডিএমকে নেতাদের বিতর্কিত মন্তব্যে জেরে তোলপাড় গোটা দেশ। এখনও ব্য়ক্তিমত মতামত জানাননি কংগ্রেস নেত্রী। ভোট পেতেই কি তিনি মুখ খোলেননি? সেই খোঁচাও দিয়েছে বিজেপি। এদিন বিজেপি নেতা এও মন্তব্য করেন যে সোনিয়া গান্ধী কখনও অযোধ্যায় রাম মন্দির পরিদর্শন করতে চান কিনা। এমনকি কংগ্রেসের একজন বড় নেতাও এখনও রাম জন্মভূমি পরিদর্শন করেননি বলে অভিযোগ করেছেন।