নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে এবার মন্তব্য করলেন বিজেপি নেতা ও ডাঃ অনির্বাণ গাঙ্গুলি ( Dr. Anirban Ganguly)। আজ রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'মোট ৯ জন প্রাণ হারিয়েছেন। তৃণমূল (TMC) ২০১৮ সালেও একই কাজ করেছিল। তারা হুমকি ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে মানুষকে মনোনয়ন দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে। ২০ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে, তাই যারা মনোনয়ন দিয়েছেন, তাদের প্রত্যাহারের হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ ক্ষমতাসীন দলকে হিংসা করতে মদত যোগাচ্ছে।‘