হরি ঘোষ,দুর্গাপুর: মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান কলকাতার বৈষ্ণবঘাটার বিতান অধিকারীও। বিতানের বাবা বীরেশ্বর অধিকারী দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরি করতেন। সেই সূত্রে দুর্গাপুরের ২০/২৮ সেকেন্ডারি রোডের ইস্পাত আবাসনে থাকতেন। বিতানের জন্ম হয়েছিল দুর্গাপুরে। দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাথমিক বিদ্যালয়ে ও তারপর শিবাজী বয়েস স্কুলে পড়াশোনা। বিতানের বাবা ২০০০ সালে অবসর নেন। বিতান দুর্গাপুরের বি.সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেট্রনিক নিয়ে পড়াশোনা করেছিলেন। বিতানের পড়া শেষ হওয়ার পর তাঁরা কলকাতায় চলে যান। বিতান আমেরিকায় চাকরি করতেন। কয়েকদিনের জন্য কলকাতায় আসেন। তারই মধ্যে ছেলে ও স্ত্রীকে নিয়ে কাশ্মীর ঘুরতে যান। মৃত্যু হয় তার।
এই খবর দুর্গাপুরে ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ বিতানের বন্ধুরা এবং দুর্গাপুরের প্রতিবেশীরা। তাঁরা বলেন, "আমরা খবর দেখে চমকে যাই। এইভাবে মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে বিতানকে কোনওদিন ভাবতে পারিনি। আমরা মর্মাহত। বিতান খুব ভালো ছেলে ছিল। মানুষের আপদে বিপদে পাশে থাকতো। কাশ্মীরের নিরাপত্তা আরো জোরদার করা দরকার। আমরা সেই দাবি রাখছি"।