সরকারি কর্মীর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে বিশ্ব বাংলার লোগো লাগানো ত্রিপল, জল্পনা

জল্পনা তুঙ্গে।

author-image
Adrita
New Update
স

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরোর কর্মী শুভ দত্ত, শুভ বাবুর মা মারা যান বেশ কয়েকদিন আগে, যার পারলৌকিক কাজ ছিল, আর, দুর্গাপুর নগর নিগমের এক কর্মীর মায়ের শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে প্যান্ডেল হচ্ছে বিশ্ব বাংলার লোগো লাগানো সরকারি ত্রিপল দিয়ে। আর সেই ছবি ধরা পড়া মাত্রই গলদ ঘর্ম অবস্থা দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরোর কর্মী শুভ দত্তর। যে সরকারি ত্রিপল পৌঁছে যাওয়ার কথা ছিল দুর্গত মানুষজনদের হাতে সেই ত্রিপল কিনা ব্যবহার হচ্ছে খোদ দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরোর এক কর্মীর মায়ের পারলৌকিক কাজের প্যান্ডেলে।

ডেকোরেটর কর্মীর দাবি, সরকারি এই ত্রিপল দিয়েছে বাড়ির মালিক অর্থাৎ দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো অফিসের কর্মী শুভ দত্ত। অবস্থা বেগতিক বুঝে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরোর কর্মী শুভ দত্তর, কিভাবে এই সরকারি ত্রিপল তার মায়ের পারলৌকিক কাজে চলে এলো বুঝতে পারছি না হতে পারে ডেকোরেটর কর্মী এনেছে। কে সত্যি কে মিথ্যে তার বিচার প্রশাসন করবে, কিন্তু সরকারি লোগো লাগানো ত্রিপল কিভাবে দুর্গত অসহায় মানুষের কাছে না পৌঁছে এক জনের পারলৌকিক কাজের প্যান্ডেলে লেগে গেলো সেটা নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন। এটা খুব অন্যায় কাজ এর বিরুদ্ধে তদন্ত শুরু করবে দুর্গাপুর নগর নিগম, জানালেন নগর নিগমের প্রশাসক মন্ডলি সদস্যর, আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন দুর্গাপুর নগর নিগমের কমিশনারও, দল এই কাজকে সমর্থন করে না সাফ জানিয়ে দিল দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়ের, একযোগে দুর্গাপুর নগর নিগমের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব।