নিজস্ব সংবাদদাতা : দাবিপূরণের লড়াই সফল। সুসংবাদ শোনালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এবার বাঁকুড়া- মশাগ্রাম রেলপথ সরাসরি হাওড়ার সাথে যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এমনকি ইতিমধ্যেই কাজের টেন্ডার প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে বলে জানান তিনি। রেল পথের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন সৌমিত্র।
প্রসঙ্গত, হাওড়া-বাঁকুড়ার মধ্যে সরাসরি রেল সংযোগের জন্য রেলের তরফে বরাদ্দ করা হয়েছে ৩৯ কোটি টাকা। দক্ষিণ পূর্ব রেলের বাঁকুড়া থেকে মসাগ্রাম পর্যন্ত লাইন থাকলেও হাওড়ার সঙ্গে সেই লাইনের কোন সংযোগ ছিল না। বাঁকুড়া থেকে কলকাতায় আসার জন্য বা হাওড়া পর্যন্ত যেতে হলে তাই সরাসরি আসা যেত না। খড়গপুর হয়ে দীর্ঘপথ ঘুরে আসতে হয়। সময় লাগে বেশি। বার বার দাবি তোলা হয়েছিল পূর্ব রেলের বাঁকুড়া-মসাগ্রাম রেলপথকে পূর্ব রেলের বর্ধমান-হাওড়া রেলপথের সঙ্গে যুক্ত করার। সেই দাবি পূরণ হলে যেমন কমবে দূরত্ব, কমবে ভোগান্তিও। খরচও তুলনামূলকভাবে কম হবে যাত্রীদের।