এ এক অন্য জন্মদিন

জন্মদিন মানে শুধু হৈ চৈ কিংবা কেক কাটা নয়। বৃক্ষ রোপণের মধ্য দিয়েও পালিত হতে পারে জন্মদিন। এমনই দৃষ্টান্ত স্থাপন করলো কাজোরার বেঙ্গল আশ্রম। ভিন্ন উপায়ে পালিত হল সংস্থার অ্যাপেক্স সদস্যের জন্মদিন।

author-image
Pallabi Sanyal
New Update
১২৪৩

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল : স্বাস্থ্য পরীক্ষা শিবির, সংগীত অনুষ্ঠান, বৃক্ষ রোপনের মাধ্যমে পালন করা হলো জন্মদিন । আর্ট অফ লিভিং এর কাজোরাতে অবস্থিত বেঙ্গল আশ্রমে এদিন পালন করা হয় সংস্থার অ্যাপেক্স সদস্য ( সিকিম ও বাংলা ) সুমিত বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ।

এদিন সকালে আশ্রম চত্বরে রোপন করা হয় ১০০ টিরও বেশি বিভিন্ন প্রজাতির ফল, ফুল ও ভেষজ চারা গাছ । দুর্গাপুরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হসপিটালের সহযোগিতায় ছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির । শিবিরে পৃথকভাবে ছিল হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থাও । সন্ধ্যেবেলায় হবে ভজন গানের অনুষ্ঠান । সুমিত বাবু জানান, 'আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবিশঙ্কর জী গোটা বিশ্বে মানবসেবার কথা প্রচার করেন । তাই নিজের জন্মদিনে এই আয়োজন ।'