নিজস্ব সংবাদদাতা: বোলপুরে আজ যেন বিরাট উৎসব। পুজো বোধহয় শুরু হয়ে গেল আজ থেকেই। কেননা ২ বছর পর গ্রামে ফিরলেন বীরভূমের অভিভাবক। সকন্যা আজই গ্রামে ফিরলেন অনুব্রত মণ্ডল।
পাক্কা ২ বছর পর নিজের বাড়িতে ফিরলেন ‘বীরভূমের বাঘ’। মঙ্গলবার ভোরে কলকাতা বিমানবন্দরে নেমে গাড়িতে বোলপুরের পথে রওনা দেন তিনি। বিশাল কনভয়ে, রাজ্য পুলিশের নিরাপত্তায় বীরভূমের পথে রওনা হয় অনুব্রতর গাড়ি। বর্ধমানের শক্তিগড়ে গাড়ি ঢুকতেই রাস্তার ধারে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় নজরে আসতে থাকে। অনুব্রতকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। বর্ধমান পেরিয়ে বোলপুর যাওয়ার পথে তালিতে রেল গেটে কেষ্ট মণ্ডলের গাড়ি পৌঁছতেই উচ্ছ্বাস ছিল দেখার মতো। যা দেখে আবেগ প্রবণ হয়ে পড়েন সুকন্যা মণ্ডল।
এদিন রেলগেট বন্ধ থাকায় বেহস কিছুক্ষণ আটকে ছিল অনুব্রত মণ্ডলের গাড়ি। আর সে সময় তাঁর গাড়ির সামনে কার্যত হামলে পড়েন উৎসাহী লোকজন। দীর্ঘদিন পর ফিরছেন নেতা, স্লোগানে স্লোগানে তাঁকে অভ্যর্থনা জানান দলের কর্মী সমর্থকেরা।
এদিন তালিত রেলগেটের সামনে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন অনুব্রত মণ্ডল। জানান, শরীর ভাল নেই। বলেন, ‘পায়ে বেদনা, কোমরে বেদনা। আইনকে সম্মান করি। মানুষের জন্য আছি”।
কেষ্ট যেদিন জেলায় ফিরছেন সেদিনই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ও বীরভূমে। প্রশাসনিক বৈঠক রয়েছে তাঁর। এদিন সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘শরীর যদি ভালো থাকে। দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকব’।