দক্ষিণ চীন সাগরের বিতর্কিত ঘাটিতে চীন ও ফিলিপাইনের প্রতিদ্বন্দ্বী পতাকা উত্তোলন! বাড়ছে উত্তেজনা
BREAKING: "আমাদের গুলি করে মেরে দিক মুখ্যমন্ত্রী"- আর্তনাদ চাকরিহারার!
পুষ্পস্তবক অর্পণ করলেন মুখ্যমন্ত্রী?
বড় সাফল্য পুলিশের
কিছু লোক সরকারের বিরোধিতা করার পাশাপাশি দেশের বিরোধিতা শুরু করেছে, যারা নিরীহ মানুষের রক্তপাত করেছে এবং এর জন্য দায়ী, আমরা তাদের জল দেব না- এবার সোজা বক্তব্য
BREAKING: জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে কি করা উচিত? উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী
BREAKING: "আমার রাজনীতি এতই সস্তা?" রাজ্যের দাবি আর করবেন না এই মুখ্যমন্ত্রী
BREAKING : সন্ত্রাসীদের কাছে সময় থাকে না ধর্ম জিজ্ঞেস করার ! ফের বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তীওয়ার
BREAKING: জম্মু ও কাশ্মীর বিধানসভায় পহেলগাঁও সন্ত্রাসী হামলার নিন্দা প্রস্তাব পাশ!

বায়োমেট্রিক চালু হতেই উধাও সাফাই কর্মীরা! তাহলে কি চলছিল কোনও জালিয়াতি

৮০ জন কর্মী এলেন না হাজিরা দিতে! কিন্তু কেন বায়োমেট্রিকে এমন অনীহা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: ‘আসি যাই পয়সা পাই’। সরকারি কর্মীদের জন্য এই আপ্তবাক্যটি বেশ প্রচলিত ছিল এতদিন। তবে বিভিন্ন সরকারি অফিসে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দেওয়ার প্রক্রিয়া। অফিসের বড়বাবু থেকে ছোট বাবু কখন ঢুকছেন তার সবটা নথিবদ্ধ করে রাখবে এই বায়োমেট্রিক। বালুরঘাট পৌরসভার অর্থেই সাফাই কর্মীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি চালু হয়েছে। আর তা চালু হতেই কর্মীরা উধাও।

৮০ জন কর্মী এলেন না হাজিরা দিতে! কিন্তু কেন বায়োমেট্রিকে এমন অনীহা। তবে কি বেনামে বহু ভুয়ো সাফাই কর্মী রয়েছেন বালুরঘাট পৌরসভায়। পৌরসভার দাবি অনেকেই বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দিতে অক্ষম। বিষয়টা এখনো অনেকের কাছে ধাতস্থ নয়। 

চলতি মাসে ১০ লক্ষ টাকা সাফাই কর্মীদের কম দিতে হয়েছে পুরসভার। এতদিন খাতা-কলমে সই করেই মাইনে নিতেন শহরে। তবে এবার কমানো হয়েছে অস্থায়ী সাফাই কর্মীদের সংখ্যা। পৌরসভার সূত্রে জানা গিয়েছে তাদের তালিকায় ৮০১ জন সাফাইকর্মী রয়েছেন। মাসে ২৬ দিন কাজ করেন তারা দৈনিক ২৪০ টাকা মজুরীতে। এক মাসে পৌরসভার ফান্ড থেকে তাদের পিছনে ৫০ লক্ষ টাকা খরচ করা হয়। 

vote balurghat.jpeg

২০১৩ থেকে ২০১৮ তৃণমূল পরিচালিত বোর্ডের আমলে ৬০০ জন সাফাই কর্মী নিয়োগ করা হয়। এদিকে বিরোধীদের অভিযোগ অনেকেই কাজ না করে বেতন পেয়ে যেতেন ঘরে বসে। নতুন বোর্ড ২০২২ সালে বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে চিন্তাভাবনা করে এবং তা চালু হয়। চালু হতেই কর্মী উধাও। 

বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানাচ্ছেন স্বচ্ছতা আনতে এই বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হয়েছে। ৮০ জনের বেশি কর্মী উপস্থিতি দেননি এই মতই মাইনে দেওয়া হবে। তবে এই ব্যাপারে আরও স্বচ্ছতা আনতে নজরদারি চালানো হবে বলেও আশ্বাস দেন পৌর প্রধান।

living-room-cleaning-(1)