এবার হয়ে গেল নিষিদ্ধ! পঞ্চায়েত ভোট নিয়ে বড় খবর

এবার পঞ্চায়েত ভোট নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন। বাইক নিয়ে কোনও মিছিল করা যাবে না এই বছরের পঞ্চায়েত ভোটে।

author-image
Anusmita Bhattacharya
New Update
vote

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ও রাজনৈতিক দলগুলির গাড়ির ব্যবহার নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন। এই বিষয়টি নিয়ে সব জেলার পঞ্চায়েত অফিসারকে চিঠি পাঠিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে যে চলতি পঞ্চায়েত ভোটে বাইক নিয়ে মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

জানা গেছে যে রোড শো করার জন্য সর্বোচ্চ চারটি গাড়ি ব্যবহার করতে পারবে এক একটি রাজনৈতিক দল। নির্বাচনের দিন গাড়ি ব্যবহারের বিষয়টি নিয়েও নির্দেশিকা জারি করা হয়েছে কমিশনের তরফে। ২টির বেশি গাড়ির ব্যবহার করা যাবে না ভোটের দিন। নির্বাচনের দিন সেই সব গাড়িতে কোনও রাজনৈতিক দলের প্রতীক, প্রার্থীর পরিচয়, কোনও স্লোগান, রাজনৈতিক মতবাদ ব্যবহার করা যাবে না। জেলা পরিষদের কোনও প্রার্থী বা তাঁর এজেন্ট একটিমাত্র চারচাকা গাড়ি ব্যবহার করতে পারেন। সেই গাড়ির পারমিশন করাতে হবে রিটার্নিং অফিসারের কাছ থেকে। তবে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা কোনও চার চাকা গাড়ি ব্যবহার করতে পারবেন না। তাঁরা সর্বোচ্চ একটি দ্বিচক্রযান বা ত্রিচক্রযান ব্যবহার করতে পারেন। কোনও স্বীকৃত রাজনৈতিক দল গোটা মহকুমা এলাকায় একটিমাত্র চারচাকা গাড়ি ব্যবহার করতে পারবে। সেই গাড়ির অনুমতি মহকুমা শাসকের থেকে নিতে হবে।