নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ পুলিশের তাড়া খেয়ে গতি বাড়লো ওভারলোড ইট বোঝাই ট্রাক্টরের। তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের উপর উল্টে গেল সেই ট্রাক্টর। মৃত্যু হল বাইকে থাকা মহিলার আহত শিশুসহ দুইজন। জানা গিয়েছে, মৃত মহিলার নাম রনেত পারভিন। এই আবহে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এই আবহে দুর্গাপুর পথ নগরীর রাস্তায় পুলিশের ট্রিপল টাঙানো ক্যাম্পেও চলে ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সাথে চলে ধস্তাধস্তি। যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর থানার নিউ স্টিল পার্ক রোডে।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় নিউ স্টিল পার্কের শেখ সাবীর তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিশুকে ডাক্তার দেখিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। নিউ স্টিল পার্কে যাওয়ার রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তখনই ওই ট্রাক্টরটি প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উল্টে যায়। আশঙ্কাজনক অবস্থায় শেখ সাবীর এর স্ত্রীকে দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসা করা তাকে মৃত বলে ঘোষণা করে। শিশু ও শেখ সাবীরও এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী শেখ রশিদের অভিযোগ," এখানে দিবারাত্রি তোলাবাজি চলে পুলিশের। আজও পুলিশ তাড়া করছিল ট্রাক্টরটিকে। সেই জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। পুলিশের এই তুলা আদায়ের জন্যই আজ মৃত্যুর মুখে পড়তে হলো ওই মহিলাকে। আমরা চাইছি এসব বন্ধ হোক। '' সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, প্রায় তিন ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছে পুলিশের আধিকারিকরা।