নিজস্ব সংবাদদাতা: সিবিআইয়ের হেফাজতে (CBI Custody) থাকাকালীন তাঁকে দিয়ে 'কারুর নাম' বলানোর চেষ্টা করা হয়। কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) শর্তসাপেক্ষে জামিন (Bail) পাওয়ার পরেই এই মন্তব্য করলেন বিকাশ মিশ্রের (Bikash Mishra)। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে বিকাশ আগেই জামিন পেয়ে গিয়েছিলেন। সেই শর্ত বজায় রেখেই মঙ্গলবার তাঁকে জামিন দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত (Special CBI Court)। বলেন, ''কয়লা পাচারে কারুর নাম বলানোর জন্য অনেক বার চেষ্টা হয়েছে, আগামীদিনেও হবে। আমি ১১ মাস জেল খেটে নিলাম। কিন্তু আমি মিথ্যা কথা বলতে পারব না।''
একই সুর শোনা গিয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের কণ্ঠে। তিনি অভিযোগ করেছিলেন যে, সিবিআই তাঁকে চাপ দিয়ে দলের নেতাদের নাম বলানোর চেষ্টা করছে।