নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ পেকে গিয়েছে জমির সব ধান। চলছে বাড়িতে ধান তোলার পালা। আর সেই মুহূর্তে হাজির হয়ে গিয়েছে দলমার দাঁতাল বাহিনী। খেয়ে, পায়ে মাড়িয়ে নষ্ট করে দিচ্ছে সব ধান। যা দেখে মাথায় হাত কৃষকদের। জমির ধান বাঁচাতে তাই হুলা হাতে নেমে পড়ছেন চাষিরা।
মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া রেঞ্জে ইতিমধ্যে ৫৫টি হাতির দুটি দল আশ্রয় নিয়েছে। বনদপ্তর থেকে জানা গিয়েছে যে ৩৫টি হাতির একটি পাল মানিকপাড়া থেকে কংসাবতী নদী পেরিয়ে ধেড়ুয়ার গাবরার জঙ্গলে আশ্রয় নিয়েছে। এছাড়াও, ২০টি হাতির একটি পাল কলাইকুন্ডা থেকে কংসাবতী নদী পেরিয়ে শুকনাখালির জঙ্গলে আশ্রয় নিয়েছে। হাতির প্রবেশ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকার চাষিদের মধ্যে।
চাষিরা জানাচ্ছেন, এই মুহূর্তে হাতি ধানের ক্ষতি করে দিলে আর রক্ষে থাকবে না। পাকা ধান দু-একদিনের মধ্যেই সকলে বাড়িতে তুলবে। ফসলের ক্ষতি এড়িয়ে হাতির পালকে অন্যত্র সরানোর চেষ্টা চলছে বলে এক বনাধিকারিক জানিয়েছেন।