কোটি টাকার আইফোন ছিনতাইয়ের ঘটনায় বড় সাফল্য রাজ্য পুলিশের, গ্রেফতার ১

তদন্ত চালাচ্ছে পুলিশ।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
a

নিজস্ব সংবাদদাতা, ডেবরা: আইফোন পাচারের ঘটনায় সাফল্য পেল রাজ্য পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে যে, কয়েকমাস আগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় চেন্নাই থেকে কলকাতা যাওয়ার পথে তেল পাম্পের কাছে  কনটেনার দাঁড় করিয়ে কোটি টাকার আই ফোন নিয়ে উধাও হয়ে যায় কনটেনারের ড্রাইভার। এই কেস চলে যায় সিআইডি'র হাতে।

অবশেষে গত ৬ই এপ্রিল দিল্লী স্টেশন থেকে ওই ড্রাইভারকে গ্রেফতার করে সিআইডির টিম। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ওই ড্রাইভারের বাড়ি হরিয়ানাতে। জানা গিয়েছে যে, আজ দুপুরে অভিযুক্তকে নিয়ে ডেবরা থানায় আসে তদন্তের জন্য। সিআইডির চারজন প্রতিনিধি অভিযুক্ত ওই ড্রাইভারকে ডেবরা থানায় নিয়ে এসে কনটেনারের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। কোটি টাকার আইফোন গুলো কোথায় কোথায় পাচার হয়েছে, কারা এর সঙ্গে জড়িত তাও জানার চেষ্টা চালাচ্ছে সিআইডি। 

Add 1