শামলির থেকে গুজরাট : দিল্লি পুলিশের সাইবার অভিযানে ৭ অপরাধী গ্রেপ্তার

দিল্লি পুলিশ সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে, ৪টি ফিশিং স্ক্যামের মাধ্যমে চুরি করা অর্থ উদ্ধার।

author-image
Debapriya Sarkar
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা : দিল্লি পুলিশ সাইবার অপরাধীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে। ডিসিপি দক্ষিণ-পশ্চিম, সুরেন্দ্র চৌধুরী জানিয়েছেন, তাদের একটি গুরুত্বপূর্ণ অভিযান চলছে, যেখানে সাইবার অপরাধীরা ভিকটিমদের বিভ্রান্ত করে তাদের কাছ থেকে অর্থ আদায় করে। তিনি জানান, “ডিজিটাল গ্রেপ্তার হল সাইবার অপরাধীদের মোডাস অপারেন্ডি, যেখানে তারা জাল কলের মাধ্যমে মাদকের অজুহাতে মানুষকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়।”

cyber crime.jpg

এ পর্যন্ত দিল্লি পুলিশের চারটি সাইবার অপরাধ মামলা সাফল্যের সঙ্গে পরিচালিত হয়েছে। এর মধ্যে, একটি ৭৮ বছর বয়সী ব্যক্তি ফেডএক্স কুরিয়ার সেবা থেকে একটি কল পেয়ে প্রায় ৩২ লাখ টাকা স্থানান্তর করেন। অপরদিকে, মধ্যপ্রদেশে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীকে ট্রেজারি অফিসারের পরিচয়ে ফিশিং লিঙ্ক পাঠিয়ে প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Arrest

এছাড়া, দিল্লিতে আইআইটি অধ্যাপক এবং উত্তরপ্রদেশের শামলি থেকে এক মহিলার কাছ থেকে হুমকি দিয়ে অর্থ আদায় করা হয়। এদের বিরুদ্ধেও পুলিশ অভিযান চালাচ্ছে এবং গুজরাট, দিল্লি ও মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে মোট সাতজন সাইবার অপরাধী গ্রেপ্তার করেছে। এছাড়া, পুলিশ জানায়, তারা সাইবার অপরাধীদের সঙ্গে আরও একটি তদন্তে যুক্ত রয়েছে, যা পশ্চিমবঙ্গ থেকে অর্থের লেনদেন সংক্রান্ত।