নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ আসানসোল পুলিশের সাইবার সেলের বড়সড় সাফল্য। বৃহস্পতিবার আসানসোল সাইবার সেলের দফতরে ডিসি সেন্ট্রাল এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়েছেন ২০২৩ সালের ৫ মার্চ আসানসোল উত্তর থানা এলাকার নিবাসী ধীরেন মাজি এক অভিযোগের মাধ্যমে জানান তার ঘরে একটি বেসরকারি সংস্থার টেলিফোন টাওয়ার লাগানোর নামে রানা মুখার্জি নামের এক ব্যক্তি যোগাযোগ করে ও তাকে টাওয়ার লাগানোর জন্যে ভাড়া সহ একটি চাকরি দেওয়া হবে। এই প্রলোভনে বিভিন্ন ব্যাঙ্ক খাতায় মোট ২৪ লাখ ২২ হাজার টাকা হস্তান্তর করে নেয়।
অভিযোগটি সাইবার সেলে আসার পর গভীর অনুসন্ধান ও তদন্তের পরে গতকাল এক যোগে কলকাতার শ্যামনগর মধ্যমগ্রাম বাগুইহাটি ও দমদমে অভিযান চালিয়ে ওই সাইবার প্রতারণা গ্রুপের দশ সদস্যকে গ্রেফতার করে।
যাদের কাছে দশটি মোবাইল দুটি লাপটপ একটি ডাইরি সহ একাধিক জিনিষ বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের এদিন পুলিশি হেফাজত চেয়ে আসানসোল আদালতে তোলা হয়।