নিজস্ব সংবাদদাতাঃ খুনের চেষ্টার অভিযোগ রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের (Nisith Pramanik) বিরুদ্ধে। গ্রেফতারি পরোয়ানা অবধি জারি হয় নিশীথের বিরুদ্ধে। এরপরেই রক্ষাকবচ চাইতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অমিত শাহের ডেপুটি। তবে অবশেষে আজ রক্ষাকবচ দেওয়া হল নিশীথকে। নিশীথকে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে আবেদন জানাতে বলল দেশের শীর্ষ আদালত। ততদিন অবধি তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়।