নিজস্ব সংবাদদাতাঃ রানীগঞ্জের শিশু বাগান মোড় সংলগ্ন এনএসবি রোড বর্তমানে ৬০ নম্বর জাতীয় সড়ক হয়েছে। এবার সেই জাতীয় সড়কের পাশেই, নীলকন্ঠ গলিতে এক শিল্পপতি চন্ডী কেডিয়ার বাড়িতে শুক্রবার সকাল থেকেই চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টডের বিশেষ অভিযান।
/anm-bengali/media/media_files/onJhszzrJsMpOOGRSN3O.jpg)
জানা গেছে, আজ ভোর ৫.৩০ নাগাদ চারটি গাড়ি করে সেন্ট্রাল ফোর্স নিয়ে ইডির এই বিশেষ অভিযান চলছে। এদিন তারা চার সদস্যের টিম নিয়ে ভোর পাঁচটা থেকে চালাচ্ছে এই বিশেষ অভিযান। এই টিমে এক মহিলা সদস্যও রয়েছে।
প্রসঙ্গত জানা গিয়েছে, ব্যবসায়ী চণ্ডী কেডিয়ার পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় কয়েকটি ফ্যাক্টরি রয়েছে। এমনকি বাইরেও তার বেশ কয়েকটি কল কারখানা রয়েছে। সে সকলের মধ্যেই উত্তরপ্রদেশের লখনৌ এলাকায় হেরাফেরি করার জন্যই নাকি চলছে এই ইডি অভিযান। যদিও এ বিষয়ে এখনো স্পষ্ট কোন তথ্য সামনে আসেনি। বাইরে থাকা বেশ কয়েকজন গাড়ির চালক জানিয়েছেন তারা কলকাতার ইডি দপ্তর থেকে এসেছেন, সঙ্গে এসেছে সিআরপিএফ জওয়ানও।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)