সংঘর্ষ বিরতি লঙ্ঘনের জের, চেনাব নদীর স্রোত বাড়িয়ে দিল ভারত
BREAKING: একটু আগেই রাজ্যবাসীর জন্য হল বিশেষ ঘোষণা! আলো নিভিয়ে দিতে বলা হল
ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানাল যুক্তরাজ্য, সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়ন
বিভেদমূলক ষড়যন্ত্র মোকাবিলা, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জারি করল নতুন নির্দেশিকা
নীতিমালা ও নিয়মের গতি বজায় রাখবেন! আজকের দিনটি কেমন যাবে সিংহ রাশির?
সম্পর্ক আরও দৃঢ় হবে এই রাশি!র
"এবার যুদ্ধক্ষেত্রে দেখা করব"! মধ্যরাতে ভারতকে হুমকি দিয়ে গেল পাক প্রধানমন্ত্রী
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের তড়িঘড়ি বৈঠক রাজ্যগুলির মুখ্য সচিবদের সাথে!

চলাচলের অযোগ্য রাস্তা! বড় সিদ্ধান্ত বাস চালকদের

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাস্তার। প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। তাই বড় সিদ্ধান্ত নিলেন বাস চালকরা। জামুড়িয়ায় ভোগান্তি বাড়ার আশঙ্কা সাধারণ মানুষের।

author-image
Pallabi Sanyal
New Update
dfffd


হরি ঘোষ, জামুড়িয়া : রাস্তা মেরামতের দাবিতে রাস্তায় বাস দাঁড় করিয়ে বিক্ষোভ বাস চালক ও বাস কর্মীদের। প্রশাসন রাস্তা মেরামতের জন্য দুদিনের সময় নেয়। বাস চালকেরা দুদিন ওই রুটের সমস্ত বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

আসানসোল ও রানীগঞ্জ থেকে জামুড়িয়া যাওয়ার দুটি রাস্তা রয়েছে, একটি চাঁদা মোড় হয়ে। অন্যটি রানীসায়ের মোড় হয়ে। এই রাস্তা দুটিই বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন থেকে। ছোটো গাড়ি হোক বা বড় গাড়ি, নিত্যদিনই দুর্ঘটনায় মুখে পড়ছে যাত্রীরা।এই বিষয়ে সাধারণ মানুষজনেরা ছাড়াও রানীগঞ্জ আসানসোল রুটের সমস্ত বাস চালক ও বাস কর্মীরা প্রশাসনকে জানিয়েও কিছু হয়নি বলে অভিযোগ।   আজ সকালে রানিগঞ্জ থেকে জামুড়িয়া যাওয়ার জাদুডাঙ্গা মোড়ে বাস দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বাস চালক ও কর্মীরা।
ওই রুটের সব বাস বন্ধ করে বিক্ষোভ দেখায়। এর জেরে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে ওই অংশে। ঘটনাস্থলে পৌঁছিয়েছে জামুড়িয়া থানার পুলিশ। এর পরে ঘটনা স্থলে আসে জামুড়িয়ার বোরো ১ এর চেয়ারম্যান সেখ সান্দার। প্রায় চার ঘন্টা পরে চেয়ারম্যান রাস্তা মেরামতের জন্য দুদিন সময় নেন। এই আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। তবে বিক্ষোভকারীরা জানান, রাস্তা মেরামতের পরেই বাস চালু হবে। না হলে নির্দেষ্ট কালের জন্য জামুড়িয়া রুটের সমস্ত বাস বন্ধ রাখার হুমকি দেয়।

 

hiring 2.jpeg