নিজস্ব সংবাদদাতা: তিলোত্তমার প্রতিবাদী আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ এবার তৃণমূলের ওপর। কোচবিহারের মাথাভাঙায় এই ঘটনা ঘটল। প্রতিবাদীদের ওপর হামলা করে মারধর করা হয়েছে। বাদ যায়নি বৃদ্ধও। জাস্টিস ফর আরজি করের দাবি লেখায় চুনকালি মেখে দেওয়া হয়েছে।