বিগ ব্রেকিং: তিলোত্তমার প্রতিবাদী আন্দোলনকারীদের ওপর হামলা- মারধোর, মারের হাত থেকে রক্ষা পেলেন না বৃদ্ধও- অভিযোগে তৃণমূলের দিকে

এই মুহূর্তের বড় খবর।

author-image
Aniket
New Update
g

File Picture

নিজস্ব সংবাদদাতা: তিলোত্তমার প্রতিবাদী আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ এবার তৃণমূলের ওপর। কোচবিহারের মাথাভাঙায় এই ঘটনা ঘটল।

h

প্রতিবাদীদের ওপর হামলা করে মারধর করা হয়েছে। বাদ যায়নি বৃদ্ধও। জাস্টিস ফর আরজি করের দাবি লেখায় চুনকালি মেখে দেওয়া হয়েছে।