নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে দুর্ঘটনার কবলে একটি যাত্রী বোঝাই বাস। জানা গিয়েছে, শিলিগুড়ি রুটের সালুগাড়া মহানন্দা অভয়ারণ্যের রাস্তায় বেঙ্গল সাফারি পার্কের কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় আহত মোট ২০ জন। বাসটি শিলিগুড়ি পিসি মিত্তাল বাস স্ট্যান্ড থেকে ডুয়ার্স রুটে মালবাজার যাচ্ছিল। সালুগাড়ার কাছে একটি ট্রাক সেবক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ওই সময় ডুয়ার্সগামী বাসটি স্পিড কন্ট্রোল করতে না পেরে মুখোমুখি ধাক্কা মারে ট্রাকটিকে। পরবর্তীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায় বাসটি।
স্থানীয় বাসিন্দারা জানান যে সংঘর্ষটি গুরুতর ছিল। আহত ২০ জনকে উদ্ধার করে স্থানীয়রা। আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং শিশু ছিল বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের চিকিৎসার জন্যে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এরপর প্রশাসনের তরফে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। তবে কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে ভক্তিনগর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
/anm-bengali/media/media_files/2025/04/24/RdjTznosF9SQMEa3eyKs.jpeg)