ঘটতে পারতো বড়সড় অঘটন! পর্দাফাঁস

নাশকতার ছক! উড়ে যেতে পারতো রেল লাইন! বড় সড় অঘটন ঘটানোর ফন্দি! পর্দাফাঁস। পুলিশের জালে মাস্টার মাইন্ড। রক্ষা পেল খড়গপুর ডিভিশন। রেল লাইন পরীক্ষা করতেই জানা যায় আসল ঘটনা।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১১১১১১

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : রেল লাইনে পাতের সংযোগস্থলে পাথর ও কাঠের টুকরো রেখে ট্রেন দুর্ঘটনার ছক কষে ছিল এক যুবক। কিন্তু তা বানচাল করে দিল রেল কর্মীরা। ওই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ। ঘটনাটি খড়গপুর ডিভিশনের গোকুলপুর এলাকায়। বড়সড় ট্রেন দুর্ঘটনা এড়ালো খড়গপুর ডিভিশনের একটি ইএমইউ লোকাল ট্রেন। যাত্রী নিয়ে গোকুলপুর ইয়ার্ডে প্রবেশ করার সময় ট্রেনের সিগন্যালিং বিভাগে বিপত্তি হয়। কন্ট্রোল রুম থেকে রেলের কর্মীরা চেষ্টা করেও লাইনের ট্র্যাক পরিবর্তন করতে পারেননি। ওই সময় খড়গপুর থেকে একটি ইএমইউ লোকাল ওই লাইনের উপর দিয়ে যাওয়ার কথা। পরিস্থিতি বেগতিক দেখে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়। লাইন পরীক্ষা করে রেলের কর্মীরা বুঝতে পারেন রেল লাইনের ট্র্যাকের সংযোগস্থলে রেখে দেওয়া হয়েছে পাথর ও কাঠের টুকরো। এরপরই তদন্তে নামেন আধিকারিকরা। ঘটনায় গোকুলপুর থেকে তাপস মোদি নামে এক যুবককে গ্রেফতার করে রেল পুলিশ। খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার জানিয়েছেন, "রবিবার বিকেলে একটি ইএমইউ লোকাল গোকুলপুরে প্রবেশ করার সময় সিগন্যালিং এর ক্ষেত্রে সমস্যা বুঝতে পারেন রেলওয়ে কর্মীরা। কোনভাবেই ট্র্যাক পরিবর্তন করা যাচ্ছিল না। ফলে ট্রেনটিকে ২২ মিনিট আটকে দেওয়া হয়েছিল। তারপর তল্লাশি চালিয়ে বোঝা যায় কেউ বা কারা পাথর ও কাঠের টুকরো দিয়েছিল। পরে ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হয় এবং বড় ট্রেন দুর্ঘটনা আটকানো সম্ভব হয়েছে।" ঘটনায় ওই যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রেল পুলিশ।