নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ এবার কলকাতার কাদম্বিনী কাণ্ডের প্রতিবাদ জানালো দুর্গাপুরের পুজো কমিটিগুলি। সূত্র মারফত জানা গিয়েছে যে, প্রায় ৪০ দিন পেরিয়ে গেলেও নির্যাতিতার বিচার মেলেনি। এই আবহেই রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদানের টাকা নেবে না বলে পশ্চিম বর্ধমানের জেলা শাসককে চিঠি দিয়ে জানিয়ে দিলো দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউসিং পুজো কমিটি।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ৪৫ টি সমবায়ের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা পরপর তিনবার মিটিং করে এই টাকা নিতে রাজি নয় বলে পশ্চিম বর্ধমানের জেলা শাসককে চিঠি দিয়ে জানিয়েছে। এবার পুজোয় সবরকম অনুষ্ঠান বাতিল ও পুজোতে কোনো জলসা বা অন্য কোনো আয়োজন থাকছে না। তাদের একটাই দাবি বিচার পাক নির্যাতিতা।
জানা গিয়েছে যে, রাজ্য সরকারের অনুদানের টাকা না নেওয়ার ব্যাপারে মহিলাদের দাবিটা ছিল সবচেয়ে জোরালো। বিধাননগর গ্রুপ হাউসিং কমিটির কার্যকরী সভাপতি দুঃখহরণ মুখার্জী জানালেন, '' আগে নির্যাতিতা বিচার পাক তারপর না হয় সব হবে। একই দাবিতে সোচ্চার মহিলারা থেকে শুরু করে কমিটির প্রবীণ সদস্যরাও।
আরও জানা গিয়েছে যে, গত বছর থেকে দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউসিং সমবায় সমিতির দুর্গাপুজো রাজ্য সরকারের পুজো অনুদানের টাকা পাচ্ছিল, এবার ছিল দ্বিতীয় বছর। উল্লেখ্য, দুদিন আগেই দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে ১৭৫ টি পুজো কমিটিকে রাজ্য সরকারের পুজো অনুদানের টাকা দেওয়ার কথা বলা হয়। এখন দেখার বিষয় জেলা প্রশাসন এই চিঠির পরিপ্রেক্ষিতে ঠিক কি ভূমিকা নেয়।