রাস্তা ও লাইব্রেরির উদ্বোধন করলেন বিধান উপাধ্যায়

ডোমদোহা গ্রামে পথশ্রী প্রকল্পে প্রায় ০.৭১২ কি.মি রাস্তার শিলান্যাস করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।

author-image
Pallabi Sanyal
New Update
bidhan upadhyay

রাস্তা ও লাইব্রেরির উদ্বোধনে বিধান উপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি, সালানপুর : সালানপুর ব্লকের আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীপাথর গ্রামে পঞ্চায়েতের  ফিফটিন এফ.সি ফান্ড থেকে প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা ব্যয় করে গ্রামীণ লাইব্রেরির উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।তাছাড়া ডোমদোহা গ্রামে পথশ্রী প্রকল্পে প্রায় ০.৭১২ কি.মি রাস্তার শিলান্যাস করলেন তিনি।উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সমাজসেবী ভোলা সিং,পঞ্চায়েত প্রধান সেলিম মিঞা,উপপ্রধান পার্বতী কিস্কু, পঞ্চায়েত সদস্য উজ্জ্বল মণ্ডল সহ আরো অনেকে।
এদিন বিধান উপাধ্যায় বলেন, ''এলাকার যুবকদের পড়াশোনা  জন্য এবং শিক্ষা অর্জনের জন্য প্রতিটি গ্রামে একটি করে গ্রামীণ লাইব্রেরি গড়ে তোলা হবে।আজ কালীপাথর থেকে শুরু হল,আগামী দিনে সমস্ত গ্রামে হবে লাইব্রেরি।তাছাড়া ডোমদোহা গ্রামের এই রাস্তাটি নিয়ে বহু দিন ধরে গ্রামের মানুষ বলতো, কবে হবে এই রাস্তা।আজ তার কাজের শিল্যানাস করে ওদের থেকে বেশি খুশি আমি।তাছাড়া এই অঞ্চলে পানীয় জলের সমস্যা রয়েছে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দ্রুত গতিতে বাড়ি বাড়ি জল সংযোগের কাজ চলছে।তাই এই গ্রামেও কিছু দিন পরে পানীয় জলের অভাব হবে না।''