বিধান মার্কেটকে সামনে রেখে মাষ্টার স্টোক দিলেন মুখ্যমন্ত্রী!

এছাড়াও মেয়র রিলিফ ফান্ড থেকেও ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান মেয়র।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Mamata Banerjee

File Picture

নিজস্ব সংবাদদাতা: অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোকান তৈরি করে দিতে বলেছেন পুরনিগমকে। আর তারপরই পুরনিগম ও মেয়র গৌতম দেবের প্রতি সুর নরম হল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির। যে সমিতির কর্মকর্তারা রবিবার দুপুরে দাঁড়িয়েও গৌতমের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন, ২৪ ঘণ্টা পর তাঁরাই মেয়রের ওপর আস্থা দেখাচ্ছেন।

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মঙ্গলবার বিধান মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে রাজ্য সরকারের তরফে ব্যবসায়ীদের হাতে চেক তুলে দেওয়া হয়। এদিন ৯ জন ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা এবং ১৪ জন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। 

market

রবিবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে এসে ব্যবসায়ীদের জন্য ক্ষতিপূরণের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরনিগমকে দোকানগুলি তৈরি করে দেওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার চেক দেওয়ার পর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র গৌতম দেব। পুজোর আগেই কিছু দোকান তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়াও মেয়র রিলিফ ফান্ড থেকেও ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান মেয়র।

Adddd