Big Breaking: পাকিস্তানের রেডার সিস্টেম ধ্বংস করল ভারত, ১৫টি ভারতীয় সেনা ক্যাম্পের কিছুই করতে পারলো না পাক বাহিনী
BREAKING: বন্ধ হয়ে গেল সীমান্তে রিট্রিট অনুষ্ঠান! কোনো ভারতবাসী আর দেখতে পাবে না
BREAKING: বিভিন্ন মন্ত্রী ও সচিবদের সঙ্গে বিশেষ বৈঠক সারলেন মোদী!
শুধু সেনাবাহিনী বা সরকার নয়, আজ দেশের শত্রুদের সাথে লড়তে প্রস্তুত ১৪০ কোটি ভারতীয়!
পরিস্থিতি আরও খারাপ করা আমাদের উদ্দেশ্য নয়- ভারতের লক্ষ্য হয়ে গেল সাফ
BIG BREAKING: অপারেশন সিঁদুর এখনও চলছে, নিকেশ ১০০ পাক জঙ্গি!
পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন
পাক সেনার নিশানায় সেই সাধারণ নাগরিক, তাঁদেরকে নিরাপদ স্থানে সরিয়ে দিচ্ছে ভারত
বাতিন্দা জেলায় বিধ্বস্ত বিমান— ভারতীয় কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য

সবুজায়নের লক্ষ্যে সাইকেল ব়্যালি

চাই দূষণ মুক্ত পৃথিবী। তার জন্য প্রয়োজন সবুজের। সবুজায়নের লক্ষ্যে তাই দিনভর চললো প্রচার। পাণ্ডবেশ্বরে এক স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগ নিয়েছে পৃথিবীর সুস্থতায় সচেতনতামূলক প্রচারের।

author-image
Pallabi Sanyal
New Update
111

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সবুজায়নের লক্ষ্যে রবিবার পাণ্ডবেশ্বর রেল ষ্টেশন থেকে একটি সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। এই সাইকেল র‍্যালিতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিল ।এই দিন এই সাইকেল র‍্যালিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল পাণ্ডবেশ্বরের এক স্বেচ্ছাসেবী সংস্থা পাণ্ডবেশ্বর ব্লক ডোমসমাজ , নন গভর্নমেন্টস টিচার  অ্যাসোসিয়েশন এবং পাণ্ডবেশ্বর বিজ্ঞান মঞ্চ।  এই সাইকেল র‍্যালিতে  অংশ নিয়ে মূলত একটি স্লোগান  তোলা হয়, 'গাছ লাগান, প্রাণ বাঁচান।' সাইকেল র‍্যালিটি পাণ্ডবেশ্বর স্টেশন থেকে পাণ্ডবেশ্বর এরিয়া মোড় পর্যন্ত পরিক্রমা করে।স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক মাধব ঘোষ জানান, ''পৃথিবীকে সুস্থ এবং দূষণমুক্ত করতে একমাত্র গাছ লাগানোই পথ। তাই আজকের এই সাইকেল র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষের কাছে আবেদন, গাছ লাগান পৃথিবী বাঁচান। সুস্থ ও দূষণমুক্ত করে তুলুন।''