সবুজায়নের লক্ষ্যে সাইকেল ব়্যালি

চাই দূষণ মুক্ত পৃথিবী। তার জন্য প্রয়োজন সবুজের। সবুজায়নের লক্ষ্যে তাই দিনভর চললো প্রচার। পাণ্ডবেশ্বরে এক স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগ নিয়েছে পৃথিবীর সুস্থতায় সচেতনতামূলক প্রচারের।

author-image
Pallabi Sanyal
New Update
111

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সবুজায়নের লক্ষ্যে রবিবার পাণ্ডবেশ্বর রেল ষ্টেশন থেকে একটি সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। এই সাইকেল র‍্যালিতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিল ।এই দিন এই সাইকেল র‍্যালিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল পাণ্ডবেশ্বরের এক স্বেচ্ছাসেবী সংস্থা পাণ্ডবেশ্বর ব্লক ডোমসমাজ , নন গভর্নমেন্টস টিচার  অ্যাসোসিয়েশন এবং পাণ্ডবেশ্বর বিজ্ঞান মঞ্চ।  এই সাইকেল র‍্যালিতে  অংশ নিয়ে মূলত একটি স্লোগান  তোলা হয়, 'গাছ লাগান, প্রাণ বাঁচান।' সাইকেল র‍্যালিটি পাণ্ডবেশ্বর স্টেশন থেকে পাণ্ডবেশ্বর এরিয়া মোড় পর্যন্ত পরিক্রমা করে।স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক মাধব ঘোষ জানান, ''পৃথিবীকে সুস্থ এবং দূষণমুক্ত করতে একমাত্র গাছ লাগানোই পথ। তাই আজকের এই সাইকেল র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষের কাছে আবেদন, গাছ লাগান পৃথিবী বাঁচান। সুস্থ ও দূষণমুক্ত করে তুলুন।''