বিরিয়ানি, পনির পকোড়াসহ ৫৬ ব্যঞ্জন দিয়ে ভোগ! পুরীর নিয়মে এখানেও রথযাত্রা

ঝাড়গ্রামের এই জগন্নাথকে ভোগে কী দেওয়া হবে জানেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
COVERjag

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: গত ছয় বছর ধরে ইস্কনের তরফে ঝাড়গ্রামে রথ যাত্রার আয়োজন হচ্ছে। এবারও তারই প্রস্তুতিতে সাজ সাজ রব। 

আজ রথযাত্রা। পুরী ধামে যেভাবে আজকের দিনটি প্রভু জগন্নাথকে সাজিয়ে, বিভিন্ন ভোগ নিবেদনের মধ্য দিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়, ঠিক একই রীতিনীতি মেনে ঝাড়গ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ বাহিত সংঘ (ইসকন) জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেয়। সকাল থেকেই কৃষ্ণনগরসহ রাজ্যের বিভিন্ন ধর্মস্থান থেকে প্রভু জগন্নাথ দেবের সেবক ও পুণ্যার্থীরা চলে এসেছেন ঝাড়্গ্রামে। রথ সাজানোর জন্য লেগে পড়েছেন প্রভু জগন্নাথ দেবের সেবকরা। পুরী ধামে যেভাবে আজকের দিনটিতে স্পেশালভাবে প্রভু জগন্নাথ দেবকে ৫৬ ভোগ প্রদান করা হয় ঠিক একই রকমভাবে ঝাড়গ্রামেও ৫৬ রকমের পদ তৈরি করা হয়েছে, যার মধ্যে অন্যতম কিছু খাবার রয়েছে যা শুনলে আপনিও অবাক হবেন। প্রভু জগন্নাথকে ভোগে দেওয়া হচ্ছে বিরিয়ানি। সাথে লুচি, পিঠে, পনির পকোড়া সহ বিভিন্ন ধরনের পদ আছে যা খেয়ে প্রভু জগন্নাথ মাসির বাড়ির দিকে রওনা দেবেন। সর্বোপরি রয়েছে পুরীর কথামত একটি করে পান। আর এবারেও এই আন্তর্জাতিক ইসকন সংঘের রথযাত্রা দেখতে ঝাড়গ্রামে মানুষের ঢল নামছে। পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিকেল চারটের সময় ঝাড়গ্রাম মধুবন মোড় থেকে রথযাত্রা শুরু হল আজ।

Adddd