নিজস্ব সংবাদদাতা: ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডেকে গুলি কাণ্ডে গ্রেফতার তৃণমূল কর্মী। এক তৃণমূল নেতা কে গ্রেফতার করল এনআইএ (NIA)। মঙ্গলবার ভোরে সোনু ওরফে মহম্মদ আমিনকে তাঁর গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি NIA-এর। জানা যাচ্ছে, এর আগেও নাকি আমিনকে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল। নোটিসে সাড়া দেননি আমিন।
গত আগস্ট মাসে অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডেকে লক্ষ্য করে ভাটপাড়ায় গুলি চালানোর ঘটনা ঘটে। ভরা বাজারে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় মূল অভিযুক্তের তালিকায় উঠে আসে মহম্মদ আমিনের নাম। এরপর ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। সূত্রের খবর, আমিন তদন্তকারী আধিকারিকদের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। কিন্তু মঙ্গলবার ভোর রাতে পুনরায় আমিনের বাড়ি অভিযান চালায় NIA। অবশেষে পাকড়াও করা হয় তাঁকে।