পালিত হচ্ছে ভারত বনধ! প্রভাবিত যোগাযোগ ব্য়বস্থা

পালিত হচ্ছে ভারত বনধ। ৫ দফা দাবিতে ভারত বনধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান। সড়ক-রেলপথে চলছে বিক্ষোভ, সমস্য়ায় সাধারণ মানুষ।

author-image
Pallabi Sanyal
New Update
১১


দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ২০২৩ এ "সারনা ধর্ম কোড (প্রকৃতি ধর্ম) দেওয়া, মারাং বুরু (পরেশনাথ পাহাড়) জৈন ধর্মাবলম্বীদের হাত থেকে দখলমুক্ত করে আদিবাসীদের ফিরিয়ে দেওয়া, রাষ্ট্রীয় মান্যতা প্রাপ্ত সান্তালী ভাষাকে ঝাড়খন্ডের প্রথম রাজভাষার মান্যতা প্রদান সহ ৫ দফা দাবিতে বৃহস্পতিবার ভারত বনধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান। বৃহস্পতিবার সেই ভারত বনধের সমর্থনে সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ জঙ্গলমহল এলাকায় চলছে আদিবাসীদের আন্দোলন। কোথাও বাস সড়ক অবরোধ তো কোথাও রেল সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন সংগঠনের কর্মী সমর্থকরা। তারই অঙ্গ হিসেবে এদিন সকাল থেকেই চন্দ্রকোনা রোড খড়্গপুর - আদ্রা রেল লাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মী সদস্যরা।