নিজস্ব সংবাদদাতাঃ বিস্ফোরণের পরেই এগরা থেকে (Egra Blast) ওড়িশায় পালিয়ে গিয়েছিলেন মূল অভিযুক্ত ভানু বাগ (Bhanu Bag)। হাসপাতালে ভর্তির জন্য পরিচয় লুকোতে ব্যবহার করেছিলেন অন্যের পরিচয়পত্র (Fake Indentity)। নিজেকে বালেশ্বরের বাসিন্দা বলে পরিচয় দেন তিনি। মঙ্গলবার রাতেই কটক থেকে ৭ কিলোমিটার দূরে রুদ্র হাসপাতালে গিয়েছিলেন ভানু। হাসপাতালে উপস্থিত চিকিৎসককে জানান যে বাড়িতে অনুষ্ঠান ছিল। গ্যাস সিলিন্ডার ফেটে (Gas Cylinder Blast) আগুন লেগে গিয়েছিল। হাসপাতাল পুলিশকে খবর দিতে চাইলে ভানু বলেন যে দ্রুত চিকিৎসা শুরু না হলে তিনি নাকি মরেই যাবেন। বাড়ির লোকেরা এসে বিল মিটিয়ে দেবে তারপর। এরপর হাসপাতালের সুপারের অনুমতিতে ভানুর চিকিৎসা শুরু করে দেন ডাক্তার। পরের দিন হাসপাতাল থেকে খবর যায় থানায়। সেই সূত্র ধরেই রাজ্য পুলিশ জানতে পারে যে কটকের রুদ্র হাসপাতালে পুড়ে যাওয়া এক ব্যক্তি ভর্তি হয়েছেন। সেই সূত্র ধরেই ভানুর হদিশ পাওয়া যায়।