ভাঁড়ারে টান গ্রাম পঞ্চায়েতের, বেহাল ১৮ টি কাঠের ও বাঁশের সাঁকো দিয়েই চলছে ঝুঁকির পারাপার

ভাঁড়ারে টান গ্রাম পঞ্চায়েতের, বেহাল ১৮ টি কাঠের ও বাঁশের সাঁকো দিয়েই চলছে ঝুঁকির পারাপার।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
z

নিজস্ব প্রতিনিধি: ১৮ টি কাঠের ও বাঁশের সাঁকো নাভিশ্বাস হয়ে উঠেছে গ্রাম পঞ্চায়েতের। ভাঁড়ারে টান গ্রাম পঞ্চায়েতের, বেহাল সাঁকো দিয়েই চলছে ঝুঁকির পারাপার। ২০২৫-এ ডিজিটাল হচ্ছে দুনিয়া, সেখানে এমনই ছবি ঘাটাল থেকে সামনে আসছে। গ্রাম পঞ্চায়েতের আর্থিক তহবিলে টান! তাই ১৮ টি বাঁশ ও কাঠের সাঁকো মেরামত করতে নাকানিচোবানি খেতে হচ্ছে গ্রাম পঞ্চায়েতকে।  সময়ের সাথে সাথে সমস্ত কিছুর পরিবর্তন হলেও পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দেওয়ানচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনো পরিবর্তনই হয়নি, এমনই বলছেন এলাকাবাসীরাই। ৩৪ বছরের বাম সরকারের পরিবর্তন হয়ে বর্তমানে শাসক দল তৃণমূলের সরকার ১৫ বছর কাটালেও এই গ্রাম পঞ্চায়েতের মানুষের একমাত্র যাতায়াতের ভরসা ১৮  টি বাঁশ ও কাঠের সাঁকো। জানা যাচ্ছে, ২৪ টি গ্রাম ও ১৭ জন গ্রাম পঞ্চায়েত সদস্য নিয়ে গঠিত এই গ্রাম পঞ্চায়েত। বর্তমানে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। এই গ্রাম পঞ্চায়েতের পুরো এলাকাকে ঘিরে রেখেছে কেঠিয়া নদী, গোরার খাল, চম্পেশ্বর খাল, কাটান খাল। এই গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত মানুষকে ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনার সাথে যোগাযোগ করতে হলে এই জলপথগুলির উপর দিয়েই যাতায়াত করতে হয়। যাতায়াতের একমাত্র উপায় বাঁশ ও কাঠের সাঁকো।

গ্রামের মানুষজনদের অভিযোগ, বাম সরকার বা বর্তমান সরকার, সকলেই ভোট আসলে ভুরি ভুরি প্রতিশ্রুতি দেয় কংক্রিটের সেতু নির্মাণ করা হবে, কিন্তু ভোট ফুরোলেই কারো দেখা মেলেনা। কংক্রিটের সেতু নির্মাণের উদ্যোগ নেয়নি কেউই। এমনকি বাঁশ ও কাঠের ভাঙ্গাচোরা সেতু যাতায়াতের উপযোগী করতে গ্রামের মানুষকেই  অর্থ বরাদ্দ করতে হয় বলে জানায় এলাকাবাসীরা। ঘটনায় বাম ও বিজেপি নেতারা তাদের মত সাফাই দিয়েছেন। তবে গ্রাম পঞ্চায়েতের নেই অর্থ, এই সাঁকো গুলি নিয়েই চরম দুশ্চিন্তায় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ বলে স্বীকার করেছেন পঞ্চায়েতের উপপ্রধান তরুণ সামন্ত। এবিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর জানিয়েছেন ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন সকলকে বিষয়টি জানানো হয়েছে। তবে এখন দেখার এই গ্রাম পঞ্চায়েত যাতায়াতের ক্ষেত্রে  গুরুত্বপূর্ণ সাঁকো গুলির উপর কবে কংক্রিটের সেতু নির্মাণ হয়।