ভাতৃ দ্বিতীয়াতে দুর্গাপুরে রয়েছে বিশেষ আকর্ষণ, বোনেরা দৌড়াচ্ছেন সেই দিকেই

মিষ্টি থালি কিছুটা হলেও সাশ্রয় হচ্ছে ক্রেতাদের। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Cover (2) bnhu

File Picture

নিজস্ব সংবাদদাতা: দীপাবলির পর ভাতৃদ্বিতীয়া। বাংলা তথা সারা ভারত জুড়ে ভাই বোনের এই পবিত্র বন্ধন এর উৎসব ঘরে ঘরে পালিত হচ্ছে। মিষ্টি ছাড়া কোনও উৎসবের স্বাদ যেন পরিপূর্ণ হয় না। তাই মিষ্টির দোকানে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরির ধুম লাগে। 

তবে এ বছর ভাইফোঁটার বাজারে বিশেষ চাহিদা ভাই ফোঁটার থালি নিয়ে। ভাইফোঁটা স্পেশাল সেই থালি নিয়ে হাজির মিষ্টান্ন ভান্ডার গুলি। এমনকি রসগোল্লা, পান্তুয়া, চমচম, সুগার ফ্রি  মিষ্টি এছাড়াও বহু রকমের মিষ্টি নিতে ক্রেতাদের ভিড় জমছে দোকানে দোকানে।

vbnnkkjgfv

বিক্রেতারা জানাচ্ছেন ছানার দাম আগের তুলনায় কিছুটা হলেও বেড়েছে। তাই মিষ্টি থালি কিছুটা হলেও সাশ্রয় হচ্ছে ক্রেতাদের। 

অপরদিকে দুর্গাপুরের বেনাচিতি বাজারে দাম বেড়েছে সবজি সহ মাছের। তবে বিকিকিনিতে কোন প্রভাব পড়েনি বলেই জানাচ্ছে বিক্রেতারা।

     

bbnnmmkj