নিজস্ব সংবাদদাতা, ঝাড়খণ্ডঃ ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার অন্যতম নাম করা জায়গা হোলো বেতলা ন্যাশনাল পার্ক।পালামৌ টাইগার রিজার্ভ ফরেস্টের অধীন এই পার্কটি পড়ে। যেখানে জঙ্গল সাফারি থেকে বহু কিছু দর্শন করা হয়।জঙ্গল সাফারিতে প্রায় ১ ঘন্টা টাইম লাগে। হাতি,হরিন,ময়ূর,বাইসন,বিভিন্ন প্রজাতির পাখি দেখার পাশাপাশি কপাল ভালো থাকলে বাগ বা ভাল্কুকের দর্শনও পাওয়া যায়৷জঙ্গল সাফারিতে একটি গাড়ীতে ৫ জন যেতে পারে। যার বর্তমান ভাড়া ১৭০০ টাকা।
কিন্তু এই জায়গায় পশ্চিমবঙ্গের অনেকেই দেখার সূযোগ পায় না। কারন অনেকেই আছেন যারা জানেন না কোন দিন পার্কটি সম্পূর্ণ রূপে বন্ধ থাকে। তাই পাহাড়ী রাস্তায় বহু রাস্তা অতিক্রম করার পরও সময় হাতে না থাকায় ফিরে আসতে হয়।গত বছর থেকে পার্ক কর্তিপক্ষ সিদ্ধান্ত নিয়েছে।প্রতি মঙ্গলবার বেতলা ন্যাশনাল পার্ক বন্ধ থাকবে। তাই যারা এই পার্কটিতে যাবেন অবশ্যই মঙ্গলবার বাদ দিয়ে। কারণ ওইদিন পার্ক সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।