নিজস্ব সংবাদদাতা: বহরমপুর লোকসভা নির্বাচনের আগেই এবার সরানো হল বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ কে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ তাকে সরানো হল নির্বাচন পর্যন্ত। চতুর্থ দফায় বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। আর তার আগেই বৃহস্পতিবার সরানো হল আইসি কে। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানাচ্ছিল কংগ্রেস। এমনকি তাঁর বিরুদ্ধে ভোটকে প্রভাবিত করার অভিযোগও ছিল। সেই জন্যেই ভোটের আগেই ব্যবস্থা নিল কমিশন।
/anm-bengali/media/media_files/0SCnDVHlICkunIh0TxBN.jpeg)
/anm-bengali/media/media_files/KfMMTD5e8OCp7iBevQVz.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)