নিজস্ব সংবাদদাতা: রাজ্যে আদা ও ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। আদার দাম বৃদ্ধি পেয়েছে ৭ গুন। যার ফলে এবার মাথায় হাত পড়তে চলছে বঙ্গবাসীর। বাজারে বর্তমানে আদার দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৫০ টাকা কিলো। ডিমের দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭ টাকা (পোল্ট্রি মুরগির ডিম)। হাঁসের ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা। ফলে এবার মাথায় হাত পড়তে চলেছে সকলের। আদা ছাড়া রান্নার কথা ভাবাই যায়না। নিরামিষ বা আমিষ সবেতেই আদা লাগেই। আর অল্প দামে প্রোটিনের জন্য ডিম অপরিহার্য। ফলে দাম এভাবে বাড়তে থাকলে ভবিষ্যতে কি হবে তা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ।