নিজস্ব সংবাদদাতা : আজ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সময়ের মধ্যে বিভিন্ন জেলায় দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছাতে পারে ৫০ কিমি পর্যন্ত। এমনকি সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমিও।
/anm-bengali/media/post_banners/Znmgdnm94nQTfX9CkfDY.jpg)
একই পরিস্থিতি দেখা দিতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না।
শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৮৫ শতাংশ এবং ন্যূনতম ৪৮ শতাংশ হতে পারে।
/anm-bengali/media/post_banners/edceS4JUonAk0C1yNNra.jpg)
আবহাওয়া দফতরের তরফে রাজ্যের বাসিন্দাদের বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খোলা মাঠ, উঁচু গাছ বা বিদ্যুতের খুঁটির আশেপাশে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।