২০২১ সাল থেকে এখনও পর্যন্ত এজি রিপোর্ট দেয়নি বাংলা সরকার, দাবি অর্থ প্রতিমন্ত্রীর

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলার ডেবরার পথের সাথী গেস্ট হাউসে বিজেপির (BJP) দলীয় বৈঠকে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী (Pankaj Chaudhary)।

author-image
Pritam Santra
New Update
Pankaj Chaudhary

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলার ডেবরার পথের সাথী গেস্ট হাউসে বিজেপির (BJP) দলীয় বৈঠকে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী (Pankaj Chaudhary)। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "যতদিন জিএসটির (GST) এজি রিপোর্ট না আসে ততদিন ফাইনাল হিসাব হয় না। তারপর আবার টাকা দেওয়া হয়। ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত বাংলার সরকার এজি রিপোর্ট দেয়নি। তাও ভারত সরকার কোভিডের কথা মাথায় রেখে বাইরের ব্যাংক থেকে টাকা ধার নিয়ে বিভিন্ন রাজ্যে দিয়েছে। যাতে কাজ না বন্ধ হয়।"