বার্ড ফ্লু-এর আতঙ্ক নেই বাংলায়, স্বস্তির খবর দিলেন চিকিৎসক

মঙ্গলবার সকালে ওই ফার্মে গিয়ে মুরগীর পোস্টমর্টেম করেন চিকিৎসক মৃদুলাল সাহা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-02-18 at 15.28.25

File Picture

নিজস্ব সংবাদদাতা: মুরগী মারা যাওয়া নিয়ে স্বস্তির খবর ডেবরায়। বার্ড ফ্লু নিয়ে আর কোনো আতঙ্ক নেই। সমস্ত কিছু পরীক্ষা করার পর জানালেন চিকিৎসক মৃদুলাল সাহা। 
আপাতত স্বস্তির খবর রয়েছে ডেবরা জুড়ে। ডেবরায় শতাধিক মুরগি মারা যাওয়া নিয়ে যে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়েছিল তা থেকে স্বস্তি দিল ডেবরা প্রাণী সম্পদ দপ্তর। বার্ড ফ্লু রোগের কোনো জীবাণু নেই মুরগীর দেহে। টাইমে ভ্যাকসিন না দেওয়ার জন্যই এত মুরগী মারা গিয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়ে দিলেন ডেবরা প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসক ড: মৃদুলাল সাহা।

গতকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চালতাগেড়িয়া এলাকায় শতাধিক মুরগী মারা যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এমনকি বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আর তার পরেই মঙ্গলবার সকালে ওই ফার্মে গিয়ে মুরগীর পোস্টমর্টেম করেন চিকিৎসক মৃদুলাল সাহা। পাশাপাশি রক্তের নমুনাও সংগ্রহ করা হয়।

WhatsApp Image 2025-02-17 at 5.38.32 PM

প্রাথমিক ভাবে সমস্ত কিছু তদন্ত করার পর চিকিৎসক জানান, “বার্ড ফ্লুর কোনো আতঙ্ক নেই। ঠিক সময় মতো ভ্যাকসিন না দেওয়ার ফলেই মুরগী গুলি মারা গিয়েছে। তবে সমস্ত নমুনা আমরা উচ্চ পর্যায়ে পরীক্ষার জন্য পাঠিয়েছি। আতঙ্কের কোনো কারণ নেই। 
অপর দিকে আজ সকালে ফার্ম পরিদর্শন করেন এলাকার পঞ্চায়েত সদস্য বর্ষা কিস্কু সরেন।