নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: একটানা বৃষ্টির জেরে জল বেড়েছে পুতরঙ্গী খালের। ফুলে ফেঁপে উঠছে খালের জল। জলের তোড়ে ভেসে গেল চাঁদাবিলা এলাকার অস্থায়ী কজওয়ে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম ব্লক ও জাম্বনি ব্লকের বেশ কিছু গ্রামের মধ্যে। সমস্যায় বড় পিঁপরি, ছোটো চাঁদাবিলা, সিজুয়া, ধড়ারডিহি, কানিমোহলিসহ একাধিক গ্রাম।
জল বেড়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে এলাকার মানুষজনকে। এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি পুতরুঙ্গি খালের উপর থাকা কজওয়ে সারাই করার। কজওয়ে সারাইয়ের জন্য ২ বার পথ অবরোধ করে ঐ এলাকার মানুষ। কিন্তু শুধু প্রশাসনিক আশ্বাস ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। প্রতি বছর বর্ষায় একই দূর্ভোগের শিকার হতে হয় এলাকার সাধারণ মানুষদের। কবে এই সমস্যার সমাধান হবে তার দিকে তাকিয়ে সাধারণ মানুষ।