নিজস্ব সংবাদদাতা: ফের এরাজ্যের পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাস্থল হরিয়ানা। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় ‘গো রক্ষা’ কমিটির দিকে। হরিয়ানার বধরা থানায় এবিষয়ে একটি অভিযোগও দায়ের হয়েছে। যা জানা যাচ্ছে, গত ২৭ আগস্ট হরিয়ানায় বন্ধুদের সাথে হোটেলে খেতে গিয়েছিলেন বাসন্তী থানা এলাকার বাসিন্দা সাগির মল্লিক। আর সেখানেই তাঁদের ওপর চড়াও হয় গো রক্ষা কমিটির সদস্যরা। তাঁদের মারধরেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন সাগির।
File Picture
পরিবারের অভিযোগ, গো-মাংস খাওয়ার জন্যেই তাঁদের ওপর চড়াও হয় অভিযুক্তরা। কিন্তু পরিবার এও দাবি করেছে যে, সাগির কখনোই গো মাংস ভক্ষণ করেননি বা তাঁর পরিবারের কেউই গরুর মাংস কখনও খাননি। কিন্তু তারপরও ওর ওপর চড়াও হয় গো রক্ষা কমিটির সদস্যরা। শুক্রবার কফিনবন্দী দেহ ফেরে বাসন্তীর বাড়িতে। আর তারপরই সম্পূর্ণ বিষয়টি জানাজানি হয়।