নিজস্ব সংবাদদাতাঃ এবার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। এদিকে উত্তরবঙ্গের এহেন বন্যা পরিস্থিতি দেখে বিশেষ টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি রবিবার এক টুইট বার্তায় লেখেন, ‘আগামীকাল আমার সেচমন্ত্রীর নেতৃত্বে এবং দুর্যোগ ব্যবস্থাপনা, সেচ ও কৃষি সচিবদের নিয়ে বন্যাকবলিত উত্তরবঙ্গে একটি উচ্চ পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা দল পাঠানো হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে, নদীগুলি ফুলে উঠেছে, রাস্তাঘাট বিঘ্নিত হয়েছে, সম্পত্তির ক্ষতি হয়েছে, মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। জেলা প্রশাসক ও এসপিরা এনডিআরএফ (NDRF)-এর সহায়তায় যুদ্ধ পর্যায়ে ত্রাণ ও উদ্ধার কাজ করছেন। আমি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছি এবং আমার সিএসকে সার্বক্ষণিক মাঠ পরিস্থিতি তদারকি করার নির্দেশ দিয়েছি। কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।‘