বাংলার অভুক্ত পোকামাকড়রাও খাচ্ছে মিড ডে মিল! কটাক্ষ BJP-র

সম্প্রতি মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের অন্তর্গত খড়গ্রাম চণ্ডি মণ্ডপ তোলার অঙ্গনারী কেন্দ্রে শিশুদের মিড ডে মিলে পোকামাকড় উদ্ধার হয়। শিশুদের পাতে দেওয়া খিচুড়িতে মরা কানকুটারি ভাসতে দেখে আঁতকে ওঠেন সকলে।

author-image
SWETA MITRA
New Update
bjp mid day.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের অন্তর্গত খড়গ্রাম চণ্ডি মণ্ডপ তোলার অঙ্গনারী কেন্দ্রে শিশুদের মিড ডে মিলে পোকামাকড় উদ্ধার হয়। শিশুদের পাতে দেওয়া খিচুড়িতে মরা কানকুটারি ভাসতে দেখে আঁতকে ওঠেন সকলে। আর এটাকেই হাতিয়ার করল বঙ্গ বিজেপি (BJP)।

bjp মিদ.jpg

আজ বুধবার বিজেপির তরফে একটি টুইট করা হয়। এই টুইট বার্তায় লেখে রয়েছে, ‘মাননীয়ার অনুপ্রেরণায় বাংলার অভুক্ত পোকামাকড়রাও খাচ্ছে মিড ডে মিল! বাংলার শিশুদের মুখের গ্রাস কেড়ে নিয়ে মিড ডে মিলের টাকায় ভাইপোর প্রচার করছেন মমতা ব্যানার্জি।‘